বিজয় দিয়ে লেখা ফাইল পড়ুন উবুন্টুতে

উবুন্টুতে সব ধরনের লেখার কাজে ইউনিকোড ফন্ট ব্যবহার করা হয়। তবে উইন্ডোজে অনেকেই আছেন যারা বিজয় সফটওয়্যার ব্যবহার করে লিখে থাকেন । সর্বশেষ সংস্করণটি ছাড়া আগেরগুলি ইউনিকোডে লেখা যায় না। আসকির ইংরেজী অক্ষরগুলি একটি বিষয় পদ্ধতিতে বাংলা দেখা যায়। বিজয়ের কোন লিনাক্স সংস্করণ না থাকার কারনে উবুন্টুতে বিজয়ের মত লেখা যায় না। তবে বিজয় দিয়ে লেখা ফাইলগুলি উবুন্টুতে পড়া যায় বিশেষ কোন কষ্ট করা ছাড়াই। ফাইলটি বিজয়ের যে ফন্ট দিয়ে লেখা সেই ফন্টটি উবুন্টুতে ইনস্টল করে নিতে হবে।
যেমন যদি SutonnyMJ দিয়ে লেখা কোন ফাইল উবুন্টুতে পড়তে চাইলে SUTOM__.TTF ফন্টটি ইনস্টল করতে হবে । ইনস্টল করার কাজটি ও সহজ।
কীবোর্ড থেকে Alt+F2 একসাথে চাপলে Run Application নামে একটি নতুন উইন্ডো ওপেন হবে। সেখানে লিখতে হবে gksu nautilus . কমান্ডটি লিখে Enter বাটনটি চাপলে বিস্তারিত পড়ুন

প্রথম আলো পড়ুন ইউনিকোডে

বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পত্রিগুলোর মধ্যে প্রথম আলো একটি ।  কিন্তু এটির অনলাইন সংস্করনটি এখনও ইউনিকোডে রুপান্তররত করা হয় নি।  এটি মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারে সঠিক ভাবে দেখা যায় এবং বিশেয কয়েকটি ফন্ট ইনস্টল করলে মজিলা-ফায়ারফক্স বা অন্যান্য ওয়েব সাইট ব্রাউজারে দেখা যায়। তবে যারা লিনাক্সের মত মুক্ত অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য অনলাইন সংস্করনটি দেখার কোন পদ্ধতি ছিল না।

খুব অল্প কিছু দিন আগে এম. এম. রিফাত-উন-নবী নামের এক তরুন কম্পিউটার প্রোগ্রামার মজিলা-ফায়ারফক্স ওয়েব সাইট ব্রাউজারটির জন্য “পরশমনি” নামে একটি অ্যাড-অন তৈরী করেন যেটি ব্যবহার করে প্রথমআলো পত্রিকাটি ইউনিকোডে পড়তে পারা যায়।

ডাউনলোড লিংক: https://addons.mozilla.org/en-US/firefox/addon/9975

এটির এখনও সম্পূর্ন ভার্সন বের হয় নি তাই এটি ডাউনলোড করতে প্রথমে মজিলার অ্যাকাউন্টে লগইন করতে হবে।  অ্যাকাউন্ট না থাকলে বিনামূল্য তৈরী করা যায়। তবে আপনারা বিকল্প ঠিকানা থেকেও ডাউনলোড করতে পারবেন।

http://www.vistaarc.com/downloads/poroshmoni/

ডাউনলোড করে ইনস্টলের পর ব্রাউজারটি রিস্টর্ট করতে হবে।  ইনস্টলের পর আপনারা বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন । যেমন আপনার কম্পিউটারে যদি “বংশি আলপোনা” নামের ফন্টটি ইনস্টল করা থাকে তবে আপনি যুক্তাক্ষরগুলো ভাঙ্গা ভাঙ্গা অর্থাৎ অক্ষরগুলো আলাদা আলাদা ভাবে দেখতে পাবেন । ফন্টটি আনইনস্টল করলেই লিখা ঠিক ভাবে দেখা যাবে।

আবার হয়তো ফন্টটি অনেক ছোট মনে হতে পারে বা হয়তো ফন্টটি পরিবর্তন করতে চাইতে পারেন। ফন্ট ছোট হলে Ctrl ও + সুইচদুটি একসাথে চাপলে ফন্ট বড় হতে থাকবে । আর ফন্ট পরিবর্তের জন্য উইন্ডোজে “Font Fixer” নামে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

এই সমস্যা গুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে হতে পারে তবে লিনাক্সের মত মুক্ত অপারেটিং সিস্টেমে এধরনের কোন সমস্যা হবার কথা না। তবে ফন্ট বড় করতে চাইলে একই পদ্ধতিতেই বড় করতে পারবেন।

আপনাদের আবারও জানিয়ে রাখছি এটি এখনও বেটা পর্যায়ে রয়েছে , আপনারা যদি কোন ত্রুটি বা বাগ খুজে পান তবে নিচের ঠিকানায় জানাতে পারেন।

to[dot]rifat+poroshmoni[at]gmail[dot]com