অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-১)

অনলাইনে যাঁরা ছবি ছেড়ে দেন বা শেয়ার করেন, তাঁরা সব সময়ই একটি ভয়ে থাকেন যে তাঁর প্রকাশ করা (আপলোড) ছবিটি অন্য কেউ চুরি করে ব্যবহার করতে পারেন। আর এ ধরনের ঘটনা একেবারে যে হচ্ছে না, সেটিও বলা যাবে না। আলোকচিত্র-সম্পর্কিত বিভিন্ন গ্রুপে নিয়মিতভাবে এ ধরনের ঘটনার কথা জানা যায়। কখনো অপর ব্যক্তি ছবিটি নিজের নামে প্রকাশ করেন, আবার কখনো কখনো অপরের ছবি অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহার করছেন—এমন উদাহারণও প্রচুর।
তবে বিশেষ কিছু পদ্ধতি অনুসরণ করে এই চুরির হার কিছুটা কমানো যেতে পারে।

ছবির স্বত্ব বা কপিরাইট উল্লেখ করা
অনলাইনে ছবি প্রকাশের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সেটি হলো ছবিটি কী ধরেন লাইসেন্সে প্রকাশ করা হচ্ছে, সেটি উল্লেখ করা। ব্যক্তিগত, সামাজিক যোগাযোগের সাইট বা অনলাইন, অন্য যেখানেই ছবিটি প্রকাশ করা হোক না কেন লাইসেন্স উল্লেখ করা জরুরি। ব্যক্তিগত সাইটে আপলোড করা হলে স্বত্ব-সংক্রান্ত তথ্য যোগ করতে হবে।অন্য কোথাও আপলোড করা হলে সেই সাইটের নির্ধারিত পদ্ধতিতে এই সংযোজন করুন।
অনেকে কপিরাইট-সংক্রান্ত তথ্যগুলো ছবির ওপরে কোনো অংশে যোগ করে দেন। সাধারণ কপিরাইটের ক্ষেত্রে সর্বস্বত্ব সংরক্ষিত বা Copyright {year} All Rights Reserved—কথাটি ব্যবহার করা হয়। এটি একটি আইনি নোটিশ। যাঁরা ছবিটি দেখছেন, তাঁরা এই নোটিশ মেনে চলবেন। (চলবে)
—নাসির খান

First published at Prothom alo on October 30, 2013

http://www.prothom-alo.com/technology/article/60358/

 

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-১)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part1/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-২)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part2/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৩)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part3/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৪)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part4/

3 thoughts on “অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-১)

  1. পিংব্যাকঃ অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-২) | nasir khan writes

  2. পিংব্যাকঃ অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৩) | nasir khan writes

  3. পিংব্যাকঃ অনলাইনে ছবি চুরি রোধের উপায় (শেষ পর্ব) | nasir khan writes

এখানে আপনার মন্তব্য রেখে যান