বিজয় দিয়ে লেখা ফাইল পড়ুন উবুন্টুতে

উবুন্টুতে সব ধরনের লেখার কাজে ইউনিকোড ফন্ট ব্যবহার করা হয়। তবে উইন্ডোজে অনেকেই আছেন যারা বিজয় সফটওয়্যার ব্যবহার করে লিখে থাকেন । সর্বশেষ সংস্করণটি ছাড়া আগেরগুলি ইউনিকোডে লেখা যায় না। আসকির ইংরেজী অক্ষরগুলি একটি বিষয় পদ্ধতিতে বাংলা দেখা যায়। বিজয়ের কোন লিনাক্স সংস্করণ না থাকার কারনে উবুন্টুতে বিজয়ের মত লেখা যায় না। তবে বিজয় দিয়ে লেখা ফাইলগুলি উবুন্টুতে পড়া যায় বিশেষ কোন কষ্ট করা ছাড়াই। ফাইলটি বিজয়ের যে ফন্ট দিয়ে লেখা সেই ফন্টটি উবুন্টুতে ইনস্টল করে নিতে হবে।
যেমন যদি SutonnyMJ দিয়ে লেখা কোন ফাইল উবুন্টুতে পড়তে চাইলে SUTOM__.TTF ফন্টটি ইনস্টল করতে হবে । ইনস্টল করার কাজটি ও সহজ।
কীবোর্ড থেকে Alt+F2 একসাথে চাপলে Run Application নামে একটি নতুন উইন্ডো ওপেন হবে। সেখানে লিখতে হবে gksu nautilus . কমান্ডটি লিখে Enter বাটনটি চাপলে বিস্তারিত পড়ুন