উইকিপিডিয়ানদের মহামিলন

Wikimania 2013 group photoউইকিপিডিয়া বর্তমান সময়ে সবচেয়ে বড় বিশ্বকোষ। ইন্টারনেটভিত্তিক এই বিশ্বকোষ তৈরির জন্য কাজ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজার হাজার স্বেচ্ছাসেবক, যাঁরা উইকিপিডিয়ান নামে পরিচিত।  বর্তমানে ২৮৭টি ভাষায় উইকিপিডিয়া রয়েছে।উইকিপিডিয়া একটি মুক্ত জায়গা, যেখানে সবাই অংশ নিতে পারে এবং এটি সমৃদ্ধ করতে অবদান রাখতে পারে। সামগ্রিকভাবে উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলো পরিচালনার কাজটি করে থাকে উইকিমিডিয়া ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। উইকিমিডিয়া ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে নিয়মিতভাবে বিভিন্ন ভাষার উইকি প্রকল্পগুলোর উইকিপিডিয়ানদের নিয়ে বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন, ‘উইকিম্যানিয়া’ আয়োজন করে আসছে।

এবারের উইকিম্যানিয়া
হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে ২০১৩ সালের উইকিম্যানিয়া আয়োজনের দায়িত্বে ছিল উইকিমিডিয়া হংকং। ৯ থেকে ১১ আগস্টের এই অনুষ্ঠানে আয়োজন করা হয় ১০০টিও বেশি উপস্থাপনার। এ ছাড়া মূল অনুষ্ঠানের আগের দুই দিনেও আয়োজন করা হয়েছিল একাধিক সেমিনার, আলোচনা অনুষ্ঠান ও কর্মশালার। এবারের উইকিম্যানিয়ায় ৯০টি দেশ থেকে এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক বিস্তারিত পড়ুন

সরাসরি বাংলা লিখুন উইকিপিডিয়ায়

সম্প্রতি বাংলা উইকিপিডিয়াতে নারায়ম নামের ছোট্ট এক প্রোগ্রাম (এক্সটেনশন) যুক্ত করা হয়েছে। এর ফলে কম্পিউটারে বাড়তি কোনো সফটওয়্যার ইনস্টল না করেই উইকিপিডিয়াতে বাংলা লেখা যাবে। এই এক্সটেনশনটি বাংলা উইকি সংকলনসহ (http://bn.wikisource.org) অন্যান্য ভাষার বেশ কিছু উইকিপিডিয়াতে অনেক দিন আগে থেকেই ব্যবহার করা হচ্ছে।
এত দিন বাংলা উইকিপিডিয়াতে লেখার জন্য স্থানীয়ভাবে জাভাস্ক্রিপ্ট-ভিত্তিক একটি টুল ব্যবহূত হচ্ছিল। তবে নতুন এক্সটেনশনটির বিশেষত্ব হলো, এটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। ফলে যেকোনো ধরনের বাগ (ত্রুটি) সংশোধন, নতুন সংস্করণ হালানাগাদ করা, নতুন বৈশিষ্ট্য সংযোজনের মতো কাজগুলো আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
নারায়ম এক্সটেনশটি উইকিপিডিয়ার মূল কোড রিপোজিটরি থেকে ব্যবহার করা হয়। বর্তমানে বাংলা লেখার জন্য এখানে বাংলাদেশের জাতীয় কি-বোর্ড, ভারতের ইনস্ক্রিপ্ট, অভ্র কি-বোর্ড, প্রভাত কি-বোর্ডসহ মোট চারটি লে-আউট যুক্ত করা আছে। এ ছাড়া শিগগিরই আরও কয়েকটি লেআউট যুক্ত করা হবে। পাশাপাশি বাংলা ছাড়াও অন্যান্য ভাষায় লেখার জন্য রয়েছে প্রায় ৪০টির বেশি লে-আউট। এই এক্সটেনশনটি সব ব্যবহারকারীর জন্যই চালু করা আছে। লেখা শুরুর আগে কি-বোর্ড থেকে Ctrl+M ব্যবহার করে এক্সটেনশনটি সক্রিয় করতে হবে।
এখানে ডিফল্ট হিসেবে বাংলা লেখার জন্য অভ্র কি-বোর্ড নির্ধারণ করা আছে। তবে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের কি-বোর্ড নির্বাচন করে লিখতে পারবেন। পাশাপাশি এখানে আরও নতুন কি-বোর্ড লেআউট সংযোজনের সুযোগ রয়েছে।
শুধু উইকিপিডিয়াই নয়, এই ‘নারায়ম’ এক্সটেনশটি ব্যবহার করা যাবে মিডিয়াউইকি-ভিত্তিক যেকোনো ওয়েবসাইটেই। এক্সটেনশনটির বিস্তারিত জানা যাবে www.mediawiki.org/wiki/Extension:Narayam ঠিকানায়। নতুন এই টুলের নানা বিষয় আলোচনা করা যাবে উইকিমিডিয়া বাংলাদেশের মেইলিং লিস্টে (https://lists.wikimedia.org/mailman/ listinfo/wikimedia-bd)।

Published at Prothom-alo http://www.prothom-alo.com/detail/date/2012-10-11/news/296848

উইকিপিডিয়ার নিবন্ধের সাধারণ কাঠামো

উইকিপিডিয়াতে বিভিন্ন বিষয়ের উপর নিবন্ধ রয়েছে। বিষয়ের উপর ভিত্তি করে নিবন্ধগুলোর আকার, তথ্যের পরিমান ভিন্ন হয়ে থাকে। তবে প্রতিটি উইকিপিডিয়ার নিবন্ধই একটি সাধারণ গঠন পদ্ধতি থাকে। তবে সকল নিবন্ধই যে এই কাঠামোতে লেখা হয় এমন না। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয় ভিত্তিক নিবন্ধগুলোর জন্য নিবন্ধগুলোর আলাদা আলাদা কাঠামো ব্যবহার করা হয়ে থাকে। যেমন  কোনো ব্যক্তি সম্পর্কিত নিবন্ধ এবং ঐতিহাসির স্থানের নিবন্ধের কাঠামো একই ধরনের হবে না। উইকিপিডিয়ার সাধরণ অনুচ্ছেদগুলো হল।

ভূমিকা

উইকিপিডিয়ার প্রতিটি নিবন্ধের একই ভূমিকা অনুচ্ছেদ থাকতে হয়। নিবন্ধটি সম্পর্কে সাধারন ধারনা দেয়া এবং সামগ্রিক বিষযের উপর আলোকপাত করা হয় এই অনুচ্ছেদে। নিবন্ধে বিশেষ কোনো অংশে বেশি গুরুত্ব দেয়ার প্রয়োজন হলে সেই বিষয়টি এই অনুচ্ছেদে উল্লেখ করা হতে পারে। তবে কখনোই কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাবে না এই অনুচ্ছেদে।

ইনফোবক্স

নিবন্ধে ভূমিকার মতই ইনফোবক্স একটি গুরুত্বপূর্ণ অংশ। ভূমিকাতে যে তথ্যগুলো বর্ণনার ভঙ্গিতে লেখা হয় তার অনেক তথ্যই সংযোজন করা হয় ইনফোবক্সে। তবে এখানে উল্লেখ করা হয় অত্যান্ত সংক্ষিপ্তভাবে। নিবন্ধের বিষয়ের সাথে সরাসরি যে তথ্যগুলোর জানার প্রয়োজন হতে পারে বা যে তথ্যগুলো উল্লেখ করা জরুরী সেগুলো সংযোজন করা হয় এই ইনফোবক্সে।

অন্যন্য অনুচ্ছেদ

নিবন্ধের প্রথম অনুচ্ছেদ হল “ভূমিকা”, “ইনফোবক্স” এই ভুমিকারই একটি অংশ। এর পরে নিবন্ধের বিষয় অনুযায়ী বিভিন্ন অনুচ্ছের সংযোজন করা হয়ে থাকে।

তথ্যসূত্র

প্রতিটি নিবন্ধে তথ্যসূত্র অনুচ্ছেদটি থাকতে হবে। উইকিপিডিয়ার মূলনীতি অনুযায়ী নিবন্ধের প্রতিটি তথ্যে এর সূত্র উল্লেখ করতে হবে। উইকিপিডিয়াতে তথ্যসূত্র সংযোজনের কিছু নির্দিষ্ট ফরম্যাট রয়েছে।

আরও দেখুন

নির্দিষ্ট নিবন্ধের সাথে সম্পর্কিত উইকিপিডিয়ার অন্যন্য নিবন্ধের লিংক, বিষয়ের সাথে প্রাসঙ্গিক টেমপ্লেট, অন্যন্য উইকিপ্রকল্প যেমন উইকিমিডিয়া কমন্স, উইকি সংকলন ইত্যাদি স্থানে নিবন্ধের বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ লিংকগুলো যুক্ত করা হয়।

বহিঃসংযোগ

নিবন্ধের বিষয়ের সাথে প্রসঙ্গিক তথ্যের লিংক যুক্ত করা হয় এখানে। এই লিংকগুলো উইকিমিডিয়া বা এর অন্যান্য কোনো সহ প্রকল্পের লিংক নয়। অন্যান্য কোনো ওয়েবসাইট, বই বা অন্যন্য কোনো সূত্রের সংযোগগুলো উল্লেখ করা হয় এই অনুচ্ছেদে।