Google Custom Search

গুগল বর্তমানে পৃথিবীর সবচাইতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। যে কোন বিষয়ের নাম লিখে খুজলে সেটি সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে এখানে। তবে সব সময় এই ব্যপক তথ্য আপনার প্রয়োজন নাও হতে পারে। আপনি হয়তো চাচ্ছেন শুধুমাত্র নির্দিষ্ট কিছু ওয়েব সাইটএ খুজতে বা হয়তো এমন একটি ব্যবস্থা যেটি ব্যবহার করে আপনার ব্যক্তিগত ওয়েবসাইট হতে তথ্য খুজে বের করতে পারবেন। সাধারন ভাবে গুগল ব্যবহার করে আপনি সেটি করতে পারবেন না। তবে গুগলের সার্চ করার অপশনটি আপনি আপনার নিজের প্রয়োজন মত পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। গুগল কাস্টম সার্চ নামের এই সুবিধাটি পাওয়া যাবে http://www.google.com/coop/cse/ ঠিকানা থেকে।

এই অপশনটি ব্যবহার করে কিছু নির্দিষ্ট সাইট, নিদিষ্ট বিষয় জন্য বা একাধিক সার্চ ইঞ্জিন ব্যবহার করে তৈরী করা যাবে নতুন একটি সার্চ ইঞ্জিন । তৈরীর পর এর কোডটি ব্যবহার করা যাবে যেকোন ওয়েবসাইট বা ব্লগএ। আবার হয়তো কিছু কিছু ওয়েব সাইট আপনার নিয়মিত দেখা হয়, পরবর্তীতে ঐ ওয়েব সাইট গুলি হতে কিছু খুজতে চাইলে আপনি এমন এটি সার্চ অপশন ব্যবহার করতে পারেন। ওয়েব সাইট ডেভলপারদের জন্য এটি একটি প্রয়োজনীয় টুল।

অজানা কিন্তু কাজের কিছু সার্চ ইঞ্জিন

Google, Yahoo, MSN, Ask এই চারটি সার্চ ইঞ্জিনের বাইরে আরও অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যাবহারকারীর সংখ্যা অত্যন্ত কম। এমনকি এগুলা ছাড়াও যে আরও সার্চ ইঞ্জিন আছে এবং সেগুলাও যে আমাদের কাজে লাগতে পারে সে কথাও অনেকে বিশ্বাস করতে চায় না। অধিকাংশ ইন্টারনেট ব্যাবহারকারীর ধারনা হল Google এ খুজলে সব জিনিস একবারেই পাওয়া যাবে। Google এ যা পাওয়া যাবে না তা কোথাও পাওয়া যাবে না ।
কিন্তু Google ছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলা নির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে খুজতে সাহায্য করে। একমনই কিছু সার্চ ইঞ্জিনের কথা দেয়া হল।

বিস্তারিত পড়ুন