About

আমি নাসির খান সৈকত ।  ঢাকায় থাকি। সময় পেলে বাংলা উইকিপিডিয়াতে লেখার চেষ্টা করি।

কম্পিউটারের  সব কাজ যেন বাংলাতে করা যায় সেজন্য কাজ করতে চাই। ইউনিকোডের কল্যানে এই কাজটি বেশ সহজ হয়ে গিয়েছে। অপারেটিং সিস্টেমসহ কম্পিউটারের প্রায় সব ধরনের সফটওয়্যারই এখন বাংলাতে ব্যবহার করা যায়। তবে ব্যবহারকারীর সংখ্যা কম ।  এই সংখ্যাটিও বাড়াতে চাই।

এসবের সাথে আরও অনেক কিছু করবো বলে পরিকল্পনা করি। তবে কোনটি শেষ করতে পারছি না…

আমার গুগল প্রোফাইল www.google.com/+NasirKhan


20 thoughts on “About

  1. I highly appreciate your effort…I have installed Ubuntu on my laptop and I am highly amazed with such a free OS can be such a high end quality. May not be a serious user of computer like you…but I appreciate your effort…ubuntu 10.4 version ki bangla te puro OS interface kora jai?? kora na gele keno amra ekta UBUNTU forum kore ei kaj ta agaey nite parbo na??
    thanks for your effort…AMADER BIBRITBAJ BUDDHIJIBI AR POLITICIAN DER THEKE BESI DORKAR KAJ KORAR LOK….sorry ekhaneo politic dhukaey dilam…Bangali shovab ar ki

    • উবুন্টু ১০.০৪ বাংলাতেও ব্যবহার করা যায়। ইনস্টলের সময় ভাষা নির্বাচন করে দিলে বাংলাতে ইনস্টল হয়ে যাবে। উবুন্টু ১০.০৪ এর মোট ৭০% এর কিছু বেশি অংশ বাংলা করা হয়েছে। বাকি অংশের কাজ চলছে। তবে নিয়মিত কাজ করছে এমন লোকেস সংখ্যা কম। সেই কারণেই এত দিন পার হয়ে গেলেও সম্পূর্ণটুকু বাংলা করা সম্ভব নয়নি।

এখানে আপনার মন্তব্য রেখে যান