মজিলা ফায়ারফক্স কাস্টমাইজ করা

মজিলা-ফায়ারফক্স ব্যাবহারকরীরা অ্যাডঅন ইনস্টল করতে অভ্যস্ত। কাজের সুবিধার জন্য আমরা বিভিন্ন সময় অনেক অনেক অ্যাডঅন ইনস্টল করি।
কিন্তু ফায়ারফক্সেই এর কনফিগারেশন পরিবর্তন করার অপশন রয়েছে।সেটি হল about:config

ফায়ারফক্সের ওয়েবসাইটের অ্যাড্রেস লেখার জায়গায় লেখতে হবে about:config
Enter কী চাপার পর একটি ওয়ার্নিং ম্যাসেজ দেখানো হয়। তখন “I’ll be carefull, I promise!” লেখা বাটনটি ক্লিক করতে হবে। এরপর বিশাল একটা লিস্ট আসবে। যে যে বিষয় গুলা পরিবর্তন করতে চাই তা Filter লেখার লেখাটির পাশের খালি জায়গায় লেখতে হবে।

১) লোকেশন বারের সাজেশনের সংখ্যা পরিবর্তন করা
লোকেশন বারে(যেখানে ওয়ের সাইটের ঠিকানালেখা হয়) কোন ওয়েব সাইটের ঠিকানা লেখার সময় নিচে একটি সাজেশন লিস্ট ওপেন হয়। সেখানে ১২ টি সাজেশন থাকে। প্রয়োজন অনুযায়ী এটা পরিবর্তন করা যায়।
লেখতে হবে: browser.urlbar.maxRichResults
ডিফল্ট: 12
পরিবর্তন: যতগুলা দেখতে চাই সেই সংখ্যা লেখলেই হবে। সাজেশন বন্ধ করতে চাইলে -1 লেখতে হবে।

২) সেশন রি-স্টোর বন্ধ  করা
ফায়ারফক্স প্রতি ১০ সেকেন্ড পর পর সেশন সেভ করে, ফলে হটাৎ বন্ধ করলে বা ক্রাশ করলে তা রি-স্টোর করা যায়। অনেকের এই অপশনটি ভালো নাও লাগতে পারে। চাইলে এটি বন্ধ করা যাবে।
লেখতে হবে: browser.sessionstore.enabled
ডিফল্ট: True
পরিবর্তন: False লেখলে বন্ধ হয়ে যাবে।

৩) সেশন রি-স্টোর অ্যাডজাস্ট করা

সেশন রি-স্টোর যেমন বন্ধ করা যাবে, তেমনই এটি কতক্ষন পর পর সেভ করবে তা ঠিক করে দেয়া যায়।
লেখতে হবে: browser.sessionstore.interval
ডিফল্ট: 10000(মাইক্রো সেকেন্ডে দেয়া, 10000 মানে 10 সেকেন্ড)
পরিবর্তন: 1000 মানে 1 সেকেন্ড, 60000 দিলে 1 মিনিট পর পর সেব হবে।

৪) অ্যাডভান্স কালার প্রোফাইল সাপোর্ট
এটি এমন একটি সুবিধা যার মাধ্যমে ফায়ারফক্সে ছবি আরও ভালো কোয়ালিটিতে দেখা যাবে। এই সুবিধাটা বন্ধ করা থাকে, করন এর ফলে ব্রাউজার ধীরে ওপেন হতে পারে। তবে দরকার মনে করলে এটি অন করে লেয়া যাবে।
লেখতে হবে: gfx.color_management.enabled
ডিফল্ট: False
পরিবর্তন: True (কালার প্রোফাইল সাপোর্ট অন হবে)

৫) ভাইরাস স্ক্যান বন্ধ করা
এটা মূলত উইন্ডোজ ব্যাবহার কারীদের জন্য। ফায়ারফক্স ৩ কোন ফাইল ডাউনলোড করার সময় ফাইলটা ডিফল্ট এন্টি ভাইরাস দিয়ে চেক করে। ফলে অনেক বড় ফাইল নামানোর সময় অনেক বেশি সময় বিস্তারিত পড়ুন

Yoono: সামাজিক যোগাযোগের সকল ওয়েবসাইট ব্যবহার করুন একই স্থান থেকে

সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইট সমূহ বেশ দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারীরা তো আছেনই সেই সাথে এই ধরনের নেটওয়ার্কে যুক্ত হতে নতুন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। আর প্রায় প্রত্যেকেই ফেইসবুক(www.facebook.com ), টুইটার(www.twitter.com ), লিংকড ইন(www.linked.com ), ফ্লিকার(www.flickr.com ), এমএসএন, ইয়াহু, গুগলের মত একাধিক নেটওয়ার্ক ব্যবহার করে বন্ধুদের সাথে যুক্ত থাকতে চেষ্টা করেন।

যে কোন আপডেট দেখা নতুন স্ট্যাটাস দেয়া নতুন বার্তা বা নোটিফিকেশন দেখার বেশ সময় সাপেক্ষ ব্যাপার। সেদিক থেকে এদের ডেক্সটপ ক্লায়েন্টসমূহ এই সময় অনেকটাই বাচিয়ে দেয়। তবে একাধিক নেটওয়ার্কের ডেক্সটপ ক্লায়েন্ট বিস্তারিত পড়ুন

Firefox Addon — Auto Hide Statusbar

ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের নিচের দিকে স্ট্যাটারবার নামে একটি অংশ থাকে। কোন পাতা লোড হওয়া, লিংকের উপর মাউস পয়েন্টার রাখলে বা কোন কিছু ডাউনলোড হওয়ার সময় কতটুকু কাজ হয়েছে তা এখানে দেখা যায়। শুধু এই নির্দিষ্ট সময়টুকু ছাড়া আর কখন এটি কাজ না করলেও অনেকটা অংশ দখল করে রাখে। ফায়ারফক্সের একটি অ্যাডঅন ব্যবহার করে এই স্ট্যাটাস বারটি সব সময়ের জন্য অথবা কাজ হচ্ছে না এমন সময় গুলিতে বন্ধ করে রাখা যায়।

autoHideStatusbar নামের এই অ্যাডঅনটি ইনস্টল করার পর স্ট্যাটাস বারটি বন্ধ হয়ে যাবে । তবে যদি নির্দিষ্ট সময় জন্য এটি চালু রাখার অপশনটি পাওয়া যাবে অ্যাডঅনটির Preferences উইন্ডোতে। আগের অবস্থায় ফিরে আসার অপশনও আছে। কোন পাতা লোড হওয়ার সময়, ডাউনলোড বা বিস্তারিত পড়ুন

googlizer

ফায়ারফক্সে ওপেন করা কোন ওয়েবসাইট থেকে সেখানকার কোন শব্দ সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে সার্চ করার পদ্ধতিটি  খুবই সহজ। শব্দটি সিলেক্ট করতে হয় এরপর মাউসের ডান বাটন ক্লিক করে মেনু থেকে Search Google for অপশনটি নির্বাচন করতে হবে। তাহলে একটি নতুন উইন্ডোতে সার্চের ফলাফল দেখা যাবে।

তবে হয়তো আপনি উবুন্টুতে কোন PDF, ডকুমেন্ট ফাইল বা টারমিনালে কোন ম্যানুয়েল পড়ছেন সেখানে মাউসের ডান বাটনের মেনুতে এমন কোন অপশন নেই। কিন্তু আপনার যে খোজার প্রয়োজন হবে না এমনটি নয়। খোজার এই সুবিধাটি যুক্ত করতে পারেন googlizer সফটওয়্যারটি ব্যবহার করে। সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার বা Add/Remove থেকে ইনস্টল করে নিতে পরবেন সফটওয়্যারটি। ইনস্টলের পর Applications >> Internet মেনুতে পাওয়া যাবে সফওয়্যারটি। প্রয়োজনে প্যানেলে যুক্ত করে নিতে পারেন।
ব্যবহার করার পদ্ধতি খুবই সহজ। কোন লেখা নির্বাচন করে googlizer আইকনে ক্লিক বিস্তারিত পড়ুন

ওয়েব সাইটের ঠিকানা লিখুন সংক্ষিপ্ত ভাবে [ফায়ারফক্স অ্যাড-অন]

বিভিন্ন প্রয়েজনে প্রায় সময়ই আমাদের অনেক বড় বড় ওয়েবসাইটের ঠিকানা খুব ছোট জায়গায় সংক্ষিপ্ত আকারে লিখতে হয়। কিছু কিছু ওয়েব সাইট আছে যেখান থেকে ঠিকানাটি ছোট করে লেখা যায় ।  FoxyURL আপনাকে সেই সুবিধাটিই দেবে। তবে বিশেষ কিছু বৈশিষ্টের জন্য এধরনের অন্যান্য সাইট থেকে এটি একটু আলাদা । FoxyURL  http://foxyurl.com/ ওয়েব সাইট থেকে ব্যবহার করা যায়, তবে বিশেষ সুবিধাটি হল এটি মজিলা ফায়ারফক্স ব্রাউজারের অ্যাড-অন হিসাবে ব্যবহার করা যায়। অ্যাড অনটি আপনি https://addons.mozilla.org/en-US/firefox/addon/11516/ ঠিকানা থেকে নামাতে পারবেন। ইনস্টল করার পর টুলবারে নতুন একটি বাটন যুক্ত হয় এবং সেখানে একটি মাত্র ক্লিক করলেই ওপেন করা কোন নির্দিষ্ট ওয়েব সাইটের ঠিকানা সয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত আকারে দেখাবে ।

প্রথম আলো পড়ুন ইউনিকোডে

বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পত্রিগুলোর মধ্যে প্রথম আলো একটি ।  কিন্তু এটির অনলাইন সংস্করনটি এখনও ইউনিকোডে রুপান্তররত করা হয় নি।  এটি মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারে সঠিক ভাবে দেখা যায় এবং বিশেয কয়েকটি ফন্ট ইনস্টল করলে মজিলা-ফায়ারফক্স বা অন্যান্য ওয়েব সাইট ব্রাউজারে দেখা যায়। তবে যারা লিনাক্সের মত মুক্ত অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাদের জন্য অনলাইন সংস্করনটি দেখার কোন পদ্ধতি ছিল না।

খুব অল্প কিছু দিন আগে এম. এম. রিফাত-উন-নবী নামের এক তরুন কম্পিউটার প্রোগ্রামার মজিলা-ফায়ারফক্স ওয়েব সাইট ব্রাউজারটির জন্য “পরশমনি” নামে একটি অ্যাড-অন তৈরী করেন যেটি ব্যবহার করে প্রথমআলো পত্রিকাটি ইউনিকোডে পড়তে পারা যায়।

ডাউনলোড লিংক: https://addons.mozilla.org/en-US/firefox/addon/9975

এটির এখনও সম্পূর্ন ভার্সন বের হয় নি তাই এটি ডাউনলোড করতে প্রথমে মজিলার অ্যাকাউন্টে লগইন করতে হবে।  অ্যাকাউন্ট না থাকলে বিনামূল্য তৈরী করা যায়। তবে আপনারা বিকল্প ঠিকানা থেকেও ডাউনলোড করতে পারবেন।

http://www.vistaarc.com/downloads/poroshmoni/

ডাউনলোড করে ইনস্টলের পর ব্রাউজারটি রিস্টর্ট করতে হবে।  ইনস্টলের পর আপনারা বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন । যেমন আপনার কম্পিউটারে যদি “বংশি আলপোনা” নামের ফন্টটি ইনস্টল করা থাকে তবে আপনি যুক্তাক্ষরগুলো ভাঙ্গা ভাঙ্গা অর্থাৎ অক্ষরগুলো আলাদা আলাদা ভাবে দেখতে পাবেন । ফন্টটি আনইনস্টল করলেই লিখা ঠিক ভাবে দেখা যাবে।

আবার হয়তো ফন্টটি অনেক ছোট মনে হতে পারে বা হয়তো ফন্টটি পরিবর্তন করতে চাইতে পারেন। ফন্ট ছোট হলে Ctrl ও + সুইচদুটি একসাথে চাপলে ফন্ট বড় হতে থাকবে । আর ফন্ট পরিবর্তের জন্য উইন্ডোজে “Font Fixer” নামে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

এই সমস্যা গুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে হতে পারে তবে লিনাক্সের মত মুক্ত অপারেটিং সিস্টেমে এধরনের কোন সমস্যা হবার কথা না। তবে ফন্ট বড় করতে চাইলে একই পদ্ধতিতেই বড় করতে পারবেন।

আপনাদের আবারও জানিয়ে রাখছি এটি এখনও বেটা পর্যায়ে রয়েছে , আপনারা যদি কোন ত্রুটি বা বাগ খুজে পান তবে নিচের ঠিকানায় জানাতে পারেন।

to[dot]rifat+poroshmoni[at]gmail[dot]com