উবুন্টুতে ব্রডব্যান্ড সংযোগ স্থাপন (Auto, Static এবং PPPOE)

উবুন্টু ইনস্টলের পরপরই ইন্টারনেট সংযোগ চালু করে নেয়া উচিত। বিভিন্ন সফটওয়্যার ইনস্টল বা কনফিগার করার জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হতে পারে। নিচে বিভিন্ন ধরনের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহারের পদ্ধতি নিয়ে আলোচনা করা হল।

যে ধরনের কানেকশন নিয়ে ব্যবহার দেখানো হবে:

ব্রডব্যান্ড সংযোগ স্থাপন (Auto Ethernet)

অনেকক্ষেত্রেই ব্রডব্যান্ড সংযোগ চালু করতে বিশেষ কোন ধরনের কনফিগার করতে হয়। সাধারণত হার্ডওয়্যারের ম্যাক অ্যাড্রেস পরীক্ষা করে এই ধরনের কানেকশন বিস্তারিত পড়ুন

উবুন্টু ডেক্সটপ

ডেক্সটপ, স্ক্রীনের সব কিছুর পেছনে থাকে।কোন উইন্ডো ওপেন করা না হলে উপরের এবং নিচের প্যানেলের মাঝের অংশকে ডেক্সটপ বলা যেতে পারে। এখানে কোন ফাইল, ফোল্ডার, সফটওয়্যার সর্টকাট কপি করে রাখা যায়। ডেক্সটপে কপি করে রাখা হলেও এই ফাইল বা ফোল্ডার গুলা Home ফোল্ডারের ভেতর Desktop নামে সাবফোল্ডারে থাকে।

প্যানেল পরিচিতি

সাধারনভাবে উবুন্টু ডেক্সটপে উপরে ও নিচে দুটি প্যানেল থাকে। তবে এরকম সেটিং ব্যাবহার বাধ্যতামূলক না। দরকার ও প্রয়োজন অনুযায়ী প্যানেলে সংযোজন বা বিস্তারিত পড়ুন

wubi ব্যবহার করে উবুন্টু ইনস্টল করা

সম্প্রতি উবুন্টুতে নতুন ব্যবহারকারীদের জন্য wubi নামের একটি সফটওয়্যার যুক্ত করা হয়েছে। একেবারে নতুন ব্যবহারকারীরা যেন খুব সহজে ইনস্টল করে উবুন্টু ব্যবহার করতে পারেন সেই লক্ষ্যে এটি যুক্ত করা হয়েছে। উবুন্টু লিনাক্স ইনস্টলের সাধারণ পদ্ধতিটি মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে কিছুটা আলাদা। তবে এই পদ্ধতিতে ইনস্টল করার কাজটি উইন্ডোজে কোন সফটওয়্যার ইনস্টল করার মতই সহজ। তবে স্বাভাবিক পদ্ধতিতে ইনস্টল করা উবুন্টু থেকে এটি ব্যবহারের অভিজ্ঞতা কিছুটা খারাপ বলে মনে হতে পারে। এভাবে ইনস্টল করা হলে এটি উইন্ডোজের সফটওয়্যারের মত ইনস্টল হয় । যার ফলে নতুন করে উইন্ডোজ ইনস্টল করা হলে উবুন্টু অপারেটিং সিস্টেম তখন কাজ করবে না।

নিয়মিত ব্যবহার করতে চাইলে লাইভ সিডি বা ইউএসবি থেকে ইনস্টল করা উচিত।

ইনস্টল করার পূর্বে যা করতে হবে

কম্পিউটারের যে ড্রাইভে উবুন্টু ইনস্টল করতে চাচ্ছেন সেই ড্রাইভে নূন্যতম ৬গিগাবাইট জায়গা খালি করুন।

ইনস্টল পদ্ধতি

উইন্ডোজ চালু থাকা অবস্থায় উবুন্টু লাইভ সিডিটি সিডি রম-ড্রাইভে বিস্তারিত পড়ুন

উবুন্টু ১০.০৪ ইনস্টল করা [লাইভ সিডি অথবা ইউএসবি থেকে]


উবুন্টু ওয়েবসাইট থেকে উবুন্টু লাইভ সিডি ডাউনলোড করার অপশন দেয়া থাকে। ডাউলোডের পর এটি সিডিরম ড্রাইভে বার্ণ করে অথবা ইউএসবি ড্রাইভ বুটেবল হিসাবে তৈরী করে ব্যবহার করা যায়।   লাইভ সিডি হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ইনস্টল না করেও অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যায়। কিন্তু নিয়মিত ব্যবহার করতে চাইলে কম্পিউটারে ইনস্টল করেই ব্যবহার করা উচিত। নিচের পদ্ধতি অনুযায়ী কম্পিউটারে উবুন্টু ইনস্টল করে উইন্ডোজের পাশাপাশি ব্যবহার করা যাবে।

ইনস্টল করার পূর্বে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিৎ


*  কম্পিটারের গুরুত্বপূর্ণ তথ্য গুলা অন্য কোথাও কপি করে রাখা উচিৎ। এটা ৯৯.৯৯% নিশ্চিত যে কম্পিউটারে সংরক্ষিত তথ্যের কোন প্রকারের কোন ক্ষতি হবে না, তবে ১০০ ভাগ নিশ্চিত হতে আপনি এ কাজটি করতে পারেন।

* কম্পিউটারের হার্ডডিস্ক কিভাবে পার্টিশন করবেন তা আগে থেকে ঠিক করে রাখা।

* নির্ধারিত পার্টিশন সহজে খুঁজে পেতে পার্টিশনটির আকার বিস্তারিত পড়ুন

উবুন্টু লাইভ(বুটেবল) ইউএসবি তৈরী করা


উবুন্টু বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন। ইন্টারনেট থেকে বিনামূল্যে এটি ডাউলোড(www.ubuntu.com) করা যায়। ওয়েবসাইট থেকে যে ফাইলটি ডাউনলোড করা হয় সেটি এমন একটি ফাইল যে সেটি সরাসরি ব্যবহার করা যায় না। উবুন্টু আইএসও সিডিতে বার্ণ করার পরই কেবল এটি ব্যবহার করা যায়। তবে কিছুদিন থেকে সিডিতে বার্ণ করা ছাড়াও পেনড্রাইভের মত ইউএসবি ড্রাইভ থেকে উবুন্টু লাইভ সিডির বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে। ইনস্টল করা হয়েছে এমন উবুন্টু অপারেটিং সিস্টেম থেকে লাইভ ইউএসবি ডিভাইস তৈরী করা যায়।  উবুন্টুতে বুটেবল ইউএসবি তৈরী করার জন্য Startup Disk Creator নামের সফটওয়্যার দেয়া থাকে সেটি ব্যবহার করেও এই ধরনের লাইভ ইউএসবি তৈরী করা যাবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে লাইভ ইউএসবি ডিভাইস তৈরী করার জন্য “UNetbootin(http://unetbootin.sourceforge.net/)” নামের একটি সফটওয়্যার রয়েছে। মূলত উইন্ডোজের জন্য তৈরী করা হলেও লিনাক্সে ইনস্টলের উপযোগী সংস্করণও পাওয়া যায়। এই সফটওয়্যারের আরও একটি বিশেষত্ব হল এটি দিয়ে প্রায় সব ধরনের লিনাক্সের লাইভ ইউএসবি তৈরী করা যাবে ।

ইউএসবি থেকে বুট করতে হলে বিস্তারিত পড়ুন

উইন্ডোজ এবং লিনাক্স থেকে উবুন্টু আইএসও ইমেজ (.iso) সিডিতে বার্ণ করা

উবুন্টু ওয়েব সাইট থেকে বিনামূল্যে উবুন্টু সংগ্রহ করা যায়। মূল সাইট www.ubuntu.com অথবা http://www.ubuntu.com/getubuntu/download পাতা থেকে ডাউনলোড করার অপশন পাওয়া যাবে। Download Location  এর স্থানে আপনি যে দেশ থেকে ডাউনলোড করছেন সেই দেশের নাম নির্বাচন করতে হবে। তালিকায় সেই দেশের নাম না থাকলে সেই দেশের নিকটবর্তী দেশের নাম ব্যবহার করতে হবে। যেমন Download Location এর তালিকায় বাংলাদেশের নাম নেই । সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ডাউনলোড করার সময় আপনার লোকেশন হিসাবে India, China এর মত কাছাকাছি কোন দেশের নাম নির্বাচন করতে হবে। তবে সরাসরি ডাউনলোড করার থেকে টরেন্ট ব্যবহার করে ডাউনলোড করা হলে সহজেই খুব দ্রুত ডাউনলোড হয়ে যায়।


উবুন্টু সিডি ইমেজ ফাইল হিসাবে ডাউনলোড করতে হয়। এই ইমেজ ফাইলগুলি ISO বিস্তারিত পড়ুন