অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-২)

ওয়েবসাইটে বিশেষ সংকেত ব্যবহার করা

ওয়েবসাইট থেকে কপি বা ডাউনলোড বন্ধ করার জন্য অনেকে বিশেষ বিশেষ পদ্ধতি অনুসরণ করে থাকেন।

  • মাউসের ডান বাটন অকার্যকর করে রাখা: ওয়েবসাইটের ছবির ওপর মাউসের ডান ক্লিক করে ওই ছবিটি কম্পিউটারে সংরক্ষণ করা যায়। তাই অনেকেই তাঁর নিজের ওয়েবসাইটে মাউসের ডান ক্লিক সুবিধা অকার্যকর করে রাখেন।
  • মূল ছবিটি একাধিক অংশে বিভক্ত করা: ওয়েবসাইটে রাখার জন্য আপলোডের আগে অনেকে মূল ছবিটি একাধিক অংশে বিভক্ত করে এবং ওয়েবসাইটে এমনভাবে প্রকাশ করা হয় যে সেখানে আলাদা অংশগুলো থেকে একটি সম্পূর্ণ ছবি দেখা যায়। কিন্তু ডাউনলোডের চেষ্টা করা হলে তখন আবার ছবিটি আলাদা টুকরো হিসেবে সংরক্ষিত হবে।
  • সিএসএস পটভূমি: নিরাপত্তার আরও একটি পদ্ধতি হলো, মূল ছবির আকারের একটি স্বচ্ছ ছবি ব্যবহার করা এবং সিএসএস ব্যবহার করে মূল ছবিটি প্রদর্শন করা। এর ফলে মাউসের ডান ক্লিক করে সংরক্ষণ করা হলে ওই স্বচ্ছ ছবিটি ডাউনলোড হবে। ওয়েবসাইটের উৎস থেকে ব্যাকগ্রাউন্ড ছবিটি সহজে খুঁজে পাওয়া যাবে।

ছোট আকারের ছবি
অনলাইনে এমন ছোট আকারে ছবি রাখা যেতে পারে, যেগুলো অন্যদের খুব বেশি কাজে লাগবে না। ৪০০ পিক্সেল থেকে ৬০০ পিক্সেল মাপে ছবি প্রকাশ করা যেতে পারে। এই মাপের ছবি থেকে ছবিটি সম্পর্কে সাধারণ ধারণা পাওয়া যাবে, আর কেউ যদি আরও আগ্রহী হয়ে থাকেন, তবে তিনি হয়তো ছবিটির জন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
মনে রাখবেন, ওয়েবসাইটে এইচটিএমএল সংকেত ব্যবহার করে মূল ছবি বিভিন্ন আকারে দেখানো যায়। কিন্তু এর ফলে মূল ছবিটির আকার পরিবর্তিত হয় না। তাই আপলোড করার আগে ছবি সম্পাদনার সফটওয়্যার দিয়ে আকার পরিবর্তন করুন। (চলবে) —নাসির খান

First published at Prothom alo on October 31, 2013

http://www.prothom-alo.com/technology/article/61261

 

 

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-১)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part1/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-২)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part2/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৩)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part3/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৪)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part4/

3 thoughts on “অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-২)

  1. পিংব্যাকঃ অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-১) | nasir khan writes

  2. পিংব্যাকঃ অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৩) | nasir khan writes

  3. পিংব্যাকঃ অনলাইনে ছবি চুরি রোধের উপায় (শেষ পর্ব) | nasir khan writes

এখানে আপনার মন্তব্য রেখে যান