স্মার্টফোনে ভালো ছবি তোলা

মোবাইল ফটোগ্রাফি, স্মার্টফোন ফটোগ্রাফি, আইফোনোগ্রাফি ইত্যাদি নামে মোবাইল ফোনের মাধ্যমে ছবি তোলার বিষয়টি জনপ্রিয় হচ্ছে। গত এক বছরে বাজারে এসেছে এমন প্রায় সব স্মার্টফোনেই বেশ ভালো মানের ক্যামেরা যুক্ত করা রয়েছে। মোবাইল দিয়ে ছবি তুলে ভাগাভাগি করার জন্য বেশ কিছু অনলাইন কমিউনিটিও রয়েছে। পাশাপাশি ফেসবুক, গুগল প্লাস, ফ্লিকার, পিকাসাতেও বহু দল রয়েছে। মোবাইল ফোনে ভালো ছবির কিছু টিপস থাকছে এবার।

52b34b2c62409-6ক্যামেরা সফটওয়্যার সম্পর্কে জানা ভালো

মানের ছবি তোলার জন্য ক্যামেরার ওপর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। মোবাইল ক্যামেরাগুলোতে এই কাজ করা হয় নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে। ক্যামেরা ও ভিডিও মোড পরিবর্তন, ফ্ল্যাশ লাইট চালু বা বন্ধ করার মতো কাজগুলো করার পাশাপাশি সাম্প্রতিক সময়ের ক্যামেরা অ্যাপগুলোতে আরও বিভিন্ন ধরনের সুবিধা থাকে। যেমন বিভিন্ন মোড অনুযায়ী ছবি তোলা, প্যানারোমা ও এইচডিআর ছবি তোলা। অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে ফটো স্ফেয়ার নামে বিশেষ ধরনের ৩৬০ ডিগ্রি প্যানারোমা ছবি তোলার সুবিধা দিয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে ফোনে থাকা ডিফল্ট) অ্যাপেই এই সুবিধাগুলো ব্যবহার করা যায়।

কম্পোজিশনের সাধারণ নিয়ম

সুন্দর কম্পোজিশনে তোলা সব ছবিই দেখতে ভালো লাগে, তা সেটি যে ধরনের ক্যামেরাই ব্যবহার বিস্তারিত পড়ুন

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (শেষ পর্ব)

ছবি সংরক্ষণ
উচ্চ রেজল্যুশনের ছবিগুলো সবসময় একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা উচিত। কিছু ছবি ফেসবুকে, কিছু ফ্লিকারে, কিছু নিজের সাইটে বা অন্য কোথাও—এভাবে সংরক্ষণ না করে কোনো একটি জায়গায় রাখা উচিত। ইন্টারনেটে ড্রপবক্স, কপি বা গুগলড্রাইভ—যেকোনো একটি বেছে নিতে পারেন ছবি রেখে দেওয়ার জন্য।

ছবি অনলাইনে আপলোড না করা
অনলাইনে ছবি আপলোড না করা চুরি ঠেকানোর একটি বিশেষ পদ্ধতি হতে পারে। এমন অনেক আলোকচিত্রী আছেন, যাঁরা অনলাইনে ছবি প্রকাশ করেন না। শুধু প্রদর্শনী বা নিজের অনলাইন গ্যালারি ছাড়া অন্য কোথাও তাঁর ছবি রাখেন না।
এ লেখায় ধারাবাহিকভাবে যে কয়টি পদ্ধতির উল্ল্লেখ করা হয়েছে, সেগুলো প্রয়োগ করলেই যে ছবি চুরি রোধ করা যাবে, এমন নয়। দক্ষ ওয়েব প্রোগ্রামার হলে তিনি সংকেত (কোড) বা ফিল্টার সরিয়ে মূল ছবিটি নামিয়ে নিতে পারবেন। আর স্ক্রিনশট বা স্ক্রিন ক্যাপচার করার সুযোগ তো থাকছেই। জলছাপ অপসারণের পদ্ধতিও বেশ কঠিন কিছু না। তার পরও অনলাইনে আপলোড করার নিচের কাজগুলো করা হলে অনেকাংশেই এটি চুরি রোধ করা সম্ভব,

  • ছবিতে জলছাপ ব্যবহার করা
  • কপিরাইট ট্যাগ যোগ করা
  • ৬০০পিক্সেলের বড় আকারের ছবি আপলোড না করা।

—নাসির খান

First Published at Prothom Alo on November 03, 2013

http://www.prothom-alo.com/technology/article/64783

 

 

 

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-১)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part1/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-২)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part2/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৩)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part3/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৪)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part4/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৩)

কপ্রেসড বা কম রেজ্যুলেশনে ছবি প্রকাশ
আপনি যদি বড় আকারের কোনো ছবি ইন্টারনেটে প্রকাশ করতে চান, তবে উচ্চ রেজ্যুলেশনের ছবি এড়িয়ে যান। ফটোশপসহ অন্য প্রায় সব ছবি সম্পাদনার সফটওয়্যারে ছবি কমপ্রেসড (JPG/JPEG) ফরম্যাটে পরিবর্তন করা যায়।
ইন্টারনেটে সাধারণত প্রতি ইঞ্চিতে ৭২ পিক্সেল রেজ্যুলেশনের ছবি ব্যবহার করা হয়। তাই ছবি কমপ্রেস করার পাশাপাশি রেজ্যুলেশনও ৭২ রাখা যেতে পারে। ছবিতে

জলছাপ ব্যবহার করা
ছবি চুরি রোধের এই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহূত। ছোট আকারের ছবির ক্ষেত্রে জলছাপ কোনো একটি কোণে দেওয়া যেতে পারে। আর ছবির আকার কিছুটা বড় হলে সেই অনুপাতে বড় আকারের জলছাপ ব্যবহার করা উচিত। এটি এমনভাবে বসাতে হবে, যেন ছবিটির বড় একটি অংশজুড়ে এটি থাকে। ফটোশপ, লাইটরুম বা অন্য প্রায় সব ছবি সম্পাদনার সফটওয়্যারে ছবিতে জলছাপ যুক্ত করার অপশন পাওয়া থাকে।
এ ছাড়া নিয়মিত ব্যবহার করার জন্য বিভিন্ন আকারের জলছাপ আগে থেকেই তৈরি করে রাখা যেতে পারে। পরবর্তীকালে সেটি ছবিতে যুক্ত করে প্রকাশ করা যায়। জলছাপ তৈরির সময় খেয়াল রাখতে হবে যে সেটি যেন PNG ফরম্যাটে সংরক্ষণ করা হয় এবং পটভূমি স্বচ্ছ থাকে। (চলবে)
—নাসির খান

First published at Prothom alo on November 1, 2013

http://www.prothom-alo.com/technology/article/62896

 

 

 

 

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-১)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part1/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-২)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part2/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৩)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part3/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৪)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part4/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-২)

ওয়েবসাইটে বিশেষ সংকেত ব্যবহার করা

ওয়েবসাইট থেকে কপি বা ডাউনলোড বন্ধ করার জন্য অনেকে বিশেষ বিশেষ পদ্ধতি অনুসরণ করে থাকেন।

  • মাউসের ডান বাটন অকার্যকর করে রাখা: ওয়েবসাইটের ছবির ওপর মাউসের ডান ক্লিক করে ওই ছবিটি কম্পিউটারে সংরক্ষণ করা যায়। তাই অনেকেই তাঁর নিজের ওয়েবসাইটে মাউসের ডান ক্লিক সুবিধা অকার্যকর করে রাখেন।
  • মূল ছবিটি একাধিক অংশে বিভক্ত করা: ওয়েবসাইটে রাখার জন্য আপলোডের আগে অনেকে মূল ছবিটি একাধিক অংশে বিভক্ত করে এবং ওয়েবসাইটে এমনভাবে প্রকাশ করা হয় যে সেখানে আলাদা অংশগুলো থেকে একটি সম্পূর্ণ ছবি দেখা যায়। কিন্তু ডাউনলোডের চেষ্টা করা হলে তখন আবার ছবিটি আলাদা টুকরো হিসেবে সংরক্ষিত হবে।
  • সিএসএস পটভূমি: নিরাপত্তার আরও একটি পদ্ধতি হলো, মূল ছবির আকারের একটি স্বচ্ছ ছবি ব্যবহার করা এবং সিএসএস ব্যবহার করে মূল ছবিটি প্রদর্শন করা। এর ফলে মাউসের ডান ক্লিক করে সংরক্ষণ করা হলে ওই স্বচ্ছ ছবিটি ডাউনলোড হবে। ওয়েবসাইটের উৎস থেকে ব্যাকগ্রাউন্ড ছবিটি সহজে খুঁজে পাওয়া যাবে।

ছোট আকারের ছবি
অনলাইনে এমন ছোট আকারে ছবি রাখা যেতে পারে, যেগুলো অন্যদের খুব বেশি কাজে লাগবে না। ৪০০ পিক্সেল থেকে ৬০০ পিক্সেল মাপে ছবি প্রকাশ করা যেতে পারে। এই মাপের ছবি থেকে ছবিটি সম্পর্কে সাধারণ ধারণা পাওয়া যাবে, আর কেউ যদি আরও আগ্রহী হয়ে থাকেন, তবে তিনি হয়তো ছবিটির জন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
মনে রাখবেন, ওয়েবসাইটে এইচটিএমএল সংকেত ব্যবহার করে মূল ছবি বিভিন্ন আকারে দেখানো যায়। কিন্তু এর ফলে মূল ছবিটির আকার পরিবর্তিত হয় না। তাই আপলোড করার আগে ছবি সম্পাদনার সফটওয়্যার দিয়ে আকার পরিবর্তন করুন। (চলবে) —নাসির খান

First published at Prothom alo on October 31, 2013

http://www.prothom-alo.com/technology/article/61261

 

 

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-১)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part1/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-২)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part2/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৩)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part3/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৪)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part4/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-১)

অনলাইনে যাঁরা ছবি ছেড়ে দেন বা শেয়ার করেন, তাঁরা সব সময়ই একটি ভয়ে থাকেন যে তাঁর প্রকাশ করা (আপলোড) ছবিটি অন্য কেউ চুরি করে ব্যবহার করতে পারেন। আর এ ধরনের ঘটনা একেবারে যে হচ্ছে না, সেটিও বলা যাবে না। আলোকচিত্র-সম্পর্কিত বিভিন্ন গ্রুপে নিয়মিতভাবে এ ধরনের ঘটনার কথা জানা যায়। কখনো অপর ব্যক্তি ছবিটি নিজের নামে প্রকাশ করেন, আবার কখনো কখনো অপরের ছবি অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহার করছেন—এমন উদাহারণও প্রচুর।
তবে বিশেষ কিছু পদ্ধতি অনুসরণ করে এই চুরির হার কিছুটা কমানো যেতে পারে।

ছবির স্বত্ব বা কপিরাইট উল্লেখ করা
অনলাইনে ছবি প্রকাশের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সেটি হলো ছবিটি কী ধরেন লাইসেন্সে প্রকাশ করা হচ্ছে, সেটি উল্লেখ করা। ব্যক্তিগত, সামাজিক যোগাযোগের সাইট বা অনলাইন, অন্য যেখানেই ছবিটি প্রকাশ করা হোক না কেন লাইসেন্স উল্লেখ করা জরুরি। ব্যক্তিগত সাইটে আপলোড করা হলে স্বত্ব-সংক্রান্ত তথ্য যোগ করতে হবে।অন্য কোথাও আপলোড করা হলে সেই সাইটের নির্ধারিত পদ্ধতিতে এই সংযোজন করুন।
অনেকে কপিরাইট-সংক্রান্ত তথ্যগুলো ছবির ওপরে কোনো অংশে যোগ করে দেন। সাধারণ কপিরাইটের ক্ষেত্রে সর্বস্বত্ব সংরক্ষিত বা Copyright {year} All Rights Reserved—কথাটি ব্যবহার করা হয়। এটি একটি আইনি নোটিশ। যাঁরা ছবিটি দেখছেন, তাঁরা এই নোটিশ মেনে চলবেন। (চলবে)
—নাসির খান

First published at Prothom alo on October 30, 2013

http://www.prothom-alo.com/technology/article/60358/

 

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-১)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part1/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-২)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part2/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৩)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part3/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৪)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part4/