অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৩)

কপ্রেসড বা কম রেজ্যুলেশনে ছবি প্রকাশ
আপনি যদি বড় আকারের কোনো ছবি ইন্টারনেটে প্রকাশ করতে চান, তবে উচ্চ রেজ্যুলেশনের ছবি এড়িয়ে যান। ফটোশপসহ অন্য প্রায় সব ছবি সম্পাদনার সফটওয়্যারে ছবি কমপ্রেসড (JPG/JPEG) ফরম্যাটে পরিবর্তন করা যায়।
ইন্টারনেটে সাধারণত প্রতি ইঞ্চিতে ৭২ পিক্সেল রেজ্যুলেশনের ছবি ব্যবহার করা হয়। তাই ছবি কমপ্রেস করার পাশাপাশি রেজ্যুলেশনও ৭২ রাখা যেতে পারে। ছবিতে

জলছাপ ব্যবহার করা
ছবি চুরি রোধের এই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহূত। ছোট আকারের ছবির ক্ষেত্রে জলছাপ কোনো একটি কোণে দেওয়া যেতে পারে। আর ছবির আকার কিছুটা বড় হলে সেই অনুপাতে বড় আকারের জলছাপ ব্যবহার করা উচিত। এটি এমনভাবে বসাতে হবে, যেন ছবিটির বড় একটি অংশজুড়ে এটি থাকে। ফটোশপ, লাইটরুম বা অন্য প্রায় সব ছবি সম্পাদনার সফটওয়্যারে ছবিতে জলছাপ যুক্ত করার অপশন পাওয়া থাকে।
এ ছাড়া নিয়মিত ব্যবহার করার জন্য বিভিন্ন আকারের জলছাপ আগে থেকেই তৈরি করে রাখা যেতে পারে। পরবর্তীকালে সেটি ছবিতে যুক্ত করে প্রকাশ করা যায়। জলছাপ তৈরির সময় খেয়াল রাখতে হবে যে সেটি যেন PNG ফরম্যাটে সংরক্ষণ করা হয় এবং পটভূমি স্বচ্ছ থাকে। (চলবে)
—নাসির খান

First published at Prothom alo on November 1, 2013

http://www.prothom-alo.com/technology/article/62896

 

 

 

 

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-১)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part1/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-২)

https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part2/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৩)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part3/

অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৪)

https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part4/

3 thoughts on “অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৩)

  1. পিংব্যাকঃ অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-১) | nasir khan writes

  2. পিংব্যাকঃ অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-২) | nasir khan writes

  3. পিংব্যাকঃ অনলাইনে ছবি চুরি রোধের উপায় (শেষ পর্ব) | nasir khan writes

এখানে আপনার মন্তব্য রেখে যান