ল্যাপটপ টপ টিপস

Laptop top tipsযতনে রাখি যন্ত্র

ঝামেলা ছাড়াই দীর্ঘদিন একটি ল্যাপটপ ব্যবহার করার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। ল্যাপটপে কোনো ত্রুটি ধরা পড়ার পর সেটি মেরামত করতে হবে।তবে আগে থেকে সতর্ক থাকলে অনেক ক্ষেত্রেই এসব সমস্যা এড়িয়ে চলা সম্ভব। উইকি হাউ অবলম্বনে লিখেছেন নাসির খান সৈকত.

অ্যান্টিভাইরাস সফটওয়্যার

কম্পিউটারে অবশ্যই একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা উচিত। হয়তো কম্পিউটার ব্যবহার করার সময় আপনার জানা আছে, আপনি কী ফাইল নামিয়েছেন, কোন ওয়েবসাইটে গেছেন বা পেনড্রাইভের মাধ্যমে কী ধরনের ফাইল স্থানান্তর করছেন। কিন্তু বর্তমান সময়ের ভাইরাসগুলো এমনভাবে তৈরি করা হয়, যেন সেগুলো ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটারের ক্ষতি করতে পারে। এই ভাইরাসগুলো কম্পিউটারের সফটওয়্যারগুলো অকার্যকর করে বিস্তারিত পড়ুন

উইকিপিডিয়ানদের মহামিলন

Wikimania 2013 group photoউইকিপিডিয়া বর্তমান সময়ে সবচেয়ে বড় বিশ্বকোষ। ইন্টারনেটভিত্তিক এই বিশ্বকোষ তৈরির জন্য কাজ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজার হাজার স্বেচ্ছাসেবক, যাঁরা উইকিপিডিয়ান নামে পরিচিত।  বর্তমানে ২৮৭টি ভাষায় উইকিপিডিয়া রয়েছে।উইকিপিডিয়া একটি মুক্ত জায়গা, যেখানে সবাই অংশ নিতে পারে এবং এটি সমৃদ্ধ করতে অবদান রাখতে পারে। সামগ্রিকভাবে উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলো পরিচালনার কাজটি করে থাকে উইকিমিডিয়া ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। উইকিমিডিয়া ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে নিয়মিতভাবে বিভিন্ন ভাষার উইকি প্রকল্পগুলোর উইকিপিডিয়ানদের নিয়ে বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন, ‘উইকিম্যানিয়া’ আয়োজন করে আসছে।

এবারের উইকিম্যানিয়া
হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে ২০১৩ সালের উইকিম্যানিয়া আয়োজনের দায়িত্বে ছিল উইকিমিডিয়া হংকং। ৯ থেকে ১১ আগস্টের এই অনুষ্ঠানে আয়োজন করা হয় ১০০টিও বেশি উপস্থাপনার। এ ছাড়া মূল অনুষ্ঠানের আগের দুই দিনেও আয়োজন করা হয়েছিল একাধিক সেমিনার, আলোচনা অনুষ্ঠান ও কর্মশালার। এবারের উইকিম্যানিয়ায় ৯০টি দেশ থেকে এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক বিস্তারিত পড়ুন

বার্লিনে উইকিপিডিয়ার কারিগরি সম্মেলন

জার্মানির রাজধানী বার্লিনে ১ থেকে ৩ জুন হয়ে গেল অনলাইনে সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়ার কারিগরি কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত স্বেচ্ছাসেবকদের বার্ষিক সম্মেলন। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি এখানে অংশগ্রহণ করেছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের অধিকাংশ কর্মী, যাঁরা উইকিপিডিয়ার মূল সফটওয়্যার মিডিয়াউইকির নানা দিক নিয়ে কাজ করে থাকেন।
জার্মান উইকিপিডিয়া কমিউনিটি ২০০৯ সাল থেকে প্রতিবছর এই আয়োজন করে আসছে। ‘বার্লিন হ্যাকাথন-২০১২’ শিরোনামে এই সম্মেলনটি হচ্ছে স্টেশন বার্লিনে, আগে এটি জার্মানির একটি পোস্টাল স্টেশন হিসেবে ব্যবহূত হতো, যা এখন বিভিন্ন ধরনের প্রদর্শনী ও অনুষ্ঠান করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
চলতি বছরের সম্মেলনে ৩০টি দেশের প্রায় ১৩০ জন উইকিপিডিয়ান অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানের অন্যতম আয়োজক সুমনা হরিহরেশ্বরা বলেন, বার্লিন হ্যাকাথন ২০১২ এযাবৎকালের উইকিপিডিয়ার সব থেকে বড় প্রোগ্রাম লেখার আয়োজন (কোডিং ইভেন্ট)। আগের কোনো অনুষ্ঠানেই উইকিপিডিয়ার এত বিপুল পরিমাণ প্রোগ্রামার কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি।
সম্মেলনে উইকিপিডিয়ার বিভিন্ন ধরনের ত্রুটি দূর (বাগ ফিক্সিং) করার পাশাপাশি ডেভেলপমেন্টের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ অধিবেশনের আয়োজন করা হয়েছিল। অল্প কিছুদিনের মধ্যেই উইকিপিডিয়ার সঙ্গে যুক্ত করা হচ্ছে—এমন বেশকিছু বিষয় সম্পর্কে জানানো হয় সম্মেলনে। একই সঙ্গে এসব কারিগরি উন্নয়নের সঙ্গে কীভাবে যুক্ত হওয়া যায় সেটি হাতে-কলমে দেখিয়ে দেওয়া হয়েছে। উইকিপিডিয়াতে বিভিন্ন ফরম্যাটে তথ্য প্রদর্শনের জন্য বহু টেমপ্ল্লেট ব্যবহার করা হয়। কিন্তু এসব টেমপ্ল্লেটের কারণে কোনো কোনো ক্ষেত্রে উইকিপিডিয়ার পাতাগুলো খুলতে সার্ভাবে বেশি সময় লাগে। বিষয়টি সমাধানের জন্য নতুন একটি প্রযুক্তির ব্যবহার শুরু করতে যাচ্ছে উইকিমিডিয়া ফাউন্ডেশন। আবার উইকি প্রকল্পগুলোতে বেশ কিছু সাধারণ যন্ত্র (গ্যাজেট) ব্যবহার করা হয়। এই গ্যাজেটগুলোর কেন্দ্রীয়ভাবে পরিচালনার জন্যও নতুন একটি কাঠামো তৈরি করা হচ্ছে, যা খুব অল্প সময়ের মধ্যেই উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকল্পগুলোতে চালু করা হবে।

published on http://www.prothom-alo.com/detail/date/2012-06-05/news/263253