ম্যাসেঞ্জার থেকে ফেসবুক চ্যাট [pidgin.im]

ইন্টারনেটে তাত্ক্ষণিক বার্তা আদানপ্রদানের যে সফটওয়্যারগুলো (মেসেঞ্জার) আছে, সেসবেরই প্রায় সবগুলোর কাজই করা যাবে পিজিন (www.pidgin.im) থেকে। ইয়াহু, এমএসএন, গুগলটকের মতো জনপ্রিয় প্রায় সব মেসেঞ্জারের বিকল্প হিসেবেই এটি ব্যবহার করা যায়। পিজিনের বিশেষ সুবিধা হলো, এটিতে একই সঙ্গে একাধিক অ্যাকাউন্টে ঢুকে বার্তা আদানপ্রদান করা যায়।যেমন—ইয়াহু, গুগল বা এমএসএনের একাধিক অ্যাকাউন্ট একই সঙ্গে ব্যবহার করা যাবে এখানে। সেই সঙ্গে ব্যবহার করা যাবে ফেসবুকের চ্যাট অপশনটিও। পিজিনে এমনিতে ফেসবুক চ্যাটের সুবিধা সরাসরি না থাকলেও ছোট একটি প্রোগ্রামের (প্লাগইন) মাধ্যমে এটি ব্যবহার করা যাবে। উইন্ডোজ বা লিনাক্স দুই ধরনের অপারেটিং সিস্টেমে ইনস্টল করা যাবে এই প্রোগ্রামটি।
এটি পাওয়া যাবে http://code.google.com/p/pidgin-facebookchat ঠিকানার ওয়েবসাইটে।ব্যবহারকারীর কম্পিউটারের উপযোগী সংস্করণটি নামিয়ে সেটি ইনস্টল করে নিতে হবে।
ইনস্টল করার পর পিজিন চালু করতে হবে। Accounts>>Manage Accounts নির্বাচন করলে নতুন অ্যাকাউন্ট যুক্ত করার অপশন পাওয়া যাবে। সেখানে অফ বাটনটি চাপলে অ্যাকাউন্ট যোগ করার একটি উইন্ডো দেখা যাবে। এখানে অ্যাকাউন্টের ধরন, ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড লিখতে হয়। ফেসবুক চ্যাট চালু করার জন্য এই উইন্ডোতে Protocol-এর পাশে Facebook এবং Username, Password-এর স্থানে ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড লিখতে হবে। মেসেঞ্জার থেকেই ফেসবুকের স্ট্যাটাস পরিবর্তন করা যাবে। Accounts থেকে Facebook অ্যাকাউন্টটিতে ক্লিক করা হলে Set Facebook status নামের অপশনটি পাওয়া যাবে।

পিজিনে যুক্ত হল অডিও এবং ভিডিও চ্যাটিংএর সুবিধা

সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেঞ্জিং সফটওয়্যারগুলির মধ্যে ক্রস প্লাটফর্ম আইএম পিজিন অন্যতম। বিশেষ এবং অনন্য কিছু বৈশিষ্টের জন্যই এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। Yahoo, MSN, GTalk এর মত বহুল ব্যবহৃত মেসেঞ্জার গুলি দিয়ে কেবলমাত্র নির্দিষ্ট ঐ প্রোটোকলে চ্যাট করা যায়। পিজিনের বিশেষ সুবিধাটা এই যায়গায়। ডিফল্টভাবে পিজিন ১৬টি প্রোটোকল সমর্থন করে, যার মধ্যে রয়েছে Yahoo, MSN, GTalk ইত্যাদি। এটি দিয়ে XMPP প্রোটোকলও ব্যবহার করা যায় ফলেএটির উপর ভিত্তি করে তৈরী সবগুলি চ্যাটিং নেটওয়ার্ক এখানে ব্যবহার করা যাবে। এগুলি ছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় সোসাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের চ্যাট অপশনটিও ব্যবহার করা যায় অতিরিক্ত প্লাগইন ব্যবহারের মাধ্যম। এছাড়া রয়েছে irc চ্যাট করার সুবিধা। আরও একটি অনন্য বৈশিষ্ট হল পিজিনে এই সবগুলি প্রোটকলের একাধিক অ্যাকাউন্টে একই সময়ে লগইন থাকা যাবে।

এতগুলি ভালো দিক থাকা সত্ত্বেও পিজিনে একটি সমস্যা ছিল যে এটি দিয়ে এতদিন কেবলমাত্র টেক্সট চ্যাট করা যেত। অডিও বা ভিডিও চ্যাট করার কোন অপশন ছিল না এখানে। ফলে গুগলটক বা ইয়াহু মেসেঞ্জার ব্যবাহরকারীরা কিছুটা অসুবিধার সম্মুখীন হতেন । ২.৬.১ পিজিনের সর্বশেষ সংস্করণে সেই ত্রুটিও দূর করা হয়েছে। প্রাথমিকভাবে XMPP প্রোটকলের জন্য বিস্তারিত পড়ুন

পিজিন “now playing” প্লাগইন

অনেকেই কম্পিউটারে কাজ করার সময় গান শোনেন। পিজিন ইনস্ট্যান্ট মেসেঞ্জারে আপনার স্ট্যাটাস লেখার স্থানে আপনি চাইলে সেই গানের নাম দেখাতে পারেন। এই কাজটি করতে চাইলে আপনাকে একটি অতিরিক্ত প্লাগইন ইনস্টল করতে হবে।

D-Bus script
এই প্লাগইনটি পিজিন ডেভলপারদের তৈরী করা । Rhythmbox এবং Quod Libet প্লেয়ারের জন্য এটি ঠিকভাবে কাজ করে । ইউনিক্স বা ইউনিক্স জাতীয় কোন অপারেটিং সিস্টেমে এটি সঠিকভাবে কাজ করে স্ক্রিপ্টটি .py এক্সটেনশন যুক্ত কোন ফাইলে সেভ করে পিজিন অন করার পর চালু করতে হবে। যদি আপনি উইন্ডোজ ব্যবহাকারী হল তবে এই কাজটি এত সহজে করা যাবে না । আর তাছাড়া এই মিডিয়াপ্লেয়ার গুলির উইন্ডোজ সংস্করণ রিলিজ করা হয় নাই।

musictraker
পিজিনের এই প্লাগইনটি ব্যবহার করে চালু আছে এমন গানের নাম স্ট্যাটাস বারে দেখানো যায়। পিজিন সমর্থন করে  Gtalk(Jabber), Yahoo, MSN, AIM এর মত অ্যাকাউন্টের জন্য এটি কাজ করে। উইন্ডোজ ও লিনাক্সের প্রায় সবগুলি মিডিয়া প্লেয়ার এটি সমর্থন করে। যেমন লিনাক্সে Amarok, Rhythmbox, Audacious, XMMS, MPC/MPD, Exaile, Banshee, Quod
Libet এবং উইন্ডোজে Winamp, Windows Media Player (9+), iTunes বিস্তারিত পড়ুন