গুগল ক্রোম বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ওয়েব ব্রাউজার। সমসাময়িক ওয়েব ব্রাউজারগুলির তুলনায় বেশ কিছু দিক থেকেই এটি বেশ এগিয়ে রয়েছে। সম্প্রতি গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের জন্য এক্সটেনশন গ্যালেরী চালু করেছে। এক্সটেনশন হল ক্রোম ওয়েব ব্রাউজারের সাথে ব্যবহার উপযোগী অতিরিক্ত অ্যাপলিকেশন। ক্যাটেগরী অনুযায়ী সহজেই প্রয়োজনীয় অ্যাডঅনটি পাওয়া যাবে এখানে। যদিও সাইটি পূর্ণাঙ্গ সংস্করণ নয় , খুব অল্প দিন আগে পরীক্ষামূলকভাবে এটি তৈরী করা হয়েছে যার ফলে এখানে এক্সটেনশনের সংখ্যাও কিছুটা কম। তবে প্রতিদিনই নতুন নতুন এক্সটেনশন যুক্ত করা হচ্ছে।
chrome.google.com/extensions নামের ওয়েবসাইট থেকে বিস্তারিত পড়ুন