ছবি সংরক্ষণ
উচ্চ রেজল্যুশনের ছবিগুলো সবসময় একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা উচিত। কিছু ছবি ফেসবুকে, কিছু ফ্লিকারে, কিছু নিজের সাইটে বা অন্য কোথাও—এভাবে সংরক্ষণ না করে কোনো একটি জায়গায় রাখা উচিত। ইন্টারনেটে ড্রপবক্স, কপি বা গুগলড্রাইভ—যেকোনো একটি বেছে নিতে পারেন ছবি রেখে দেওয়ার জন্য।
ছবি অনলাইনে আপলোড না করা
অনলাইনে ছবি আপলোড না করা চুরি ঠেকানোর একটি বিশেষ পদ্ধতি হতে পারে। এমন অনেক আলোকচিত্রী আছেন, যাঁরা অনলাইনে ছবি প্রকাশ করেন না। শুধু প্রদর্শনী বা নিজের অনলাইন গ্যালারি ছাড়া অন্য কোথাও তাঁর ছবি রাখেন না।
এ লেখায় ধারাবাহিকভাবে যে কয়টি পদ্ধতির উল্ল্লেখ করা হয়েছে, সেগুলো প্রয়োগ করলেই যে ছবি চুরি রোধ করা যাবে, এমন নয়। দক্ষ ওয়েব প্রোগ্রামার হলে তিনি সংকেত (কোড) বা ফিল্টার সরিয়ে মূল ছবিটি নামিয়ে নিতে পারবেন। আর স্ক্রিনশট বা স্ক্রিন ক্যাপচার করার সুযোগ তো থাকছেই। জলছাপ অপসারণের পদ্ধতিও বেশ কঠিন কিছু না। তার পরও অনলাইনে আপলোড করার নিচের কাজগুলো করা হলে অনেকাংশেই এটি চুরি রোধ করা সম্ভব,
- ছবিতে জলছাপ ব্যবহার করা
- কপিরাইট ট্যাগ যোগ করা
- ৬০০পিক্সেলের বড় আকারের ছবি আপলোড না করা।
—নাসির খান
First Published at Prothom Alo on November 03, 2013
http://www.prothom-alo.com/technology/article/64783
অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-১)
https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part1/
অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-২)
https://nasir8891.wordpress.com/2013/11/03/protect-your-photo-online-part2/
অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৩)
https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part3/
অনলাইনে ছবি চুরি রোধের উপায় (পর্ব-৪)
https://nasir8891.wordpress.com/2013/11/04/protect-your-photo-online-part4/