ডাউনলোডের পর উবুন্টু ISO পরীক্ষা করা

উবুন্টু অপারেটিং সিস্টেম ইন্টারনেট থেকে সরাসরি ডাউনলোড করা যায়। .iso ফরম্যাটের একটি ফাইল ডাউনলোড করে  সিডিতে বার্ণ করে অথবা ইউএসবি ড্রাইভ বুটেবল হিসাবে ফরম্যাট করে সেটি থেকে ইনস্টল করা যাবে। এছাড়া উবুন্টু ডেক্সটপ সংস্করণটি ইনস্টল ছাড়াও লাইভ সিডি/ইউএসবি হিসাবে ব্যবহার করা যায়। একটি অপারেটিং সিস্টেমের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ তাই ডাউনলোডের সময় কোন ত্রুটি থাকলে পরবর্তীতে ইনস্টল অথবা ব্যবহারের সময় অসুবিধা হবে। তবে সঠিকভাবে সম্পূর্ণ অংশ ডাউনলোড করা হয়েছে কিনা সেটি পরীক্ষা করা যায়। উইন্ডোজ অথবা লিনক্স থেকে পরীক্ষা করার পদ্ধতিটি নিচে দেখানো হল।


লিনাক্স থেকে পরীক্ষা করা


টারমিনাল (Application >> Accessories >> Terminal) ওপেন করুন এবং সেখান থেকে উবুন্টু আইএসওটি রাখা হয়েছে এমন ফোল্ডারে যান। যেমন ফাইলটি যদি ডেক্সটপে রাখা থাকে তবে টারমিনাল ওপেন করার পর লিখুন

cd Desktop

এবার লিখুন নিচের কমান্ডটি

md5sum ubuntu-9.10-desktop-i386.iso


উবুন্টু ১০.০৪ ডেক্সটপ সংস্করণ ছাড়া অন্য কোনটি ডাউনলোড করলে ubuntu-10.04-desktop-i386.iso এর পরিবর্তে ঐ ফাইলটির নাম লিখতে হবে।
কমান্ডটি ব্যবহার করার পর নিচের মত ফলাফল দেখা যাবে

d044a2a0c8103fc3e5b7e18b0f7de1c8 ubuntu-10.04-desktop-i386.iso

এবার https://help.ubuntu.com/community/UbuntuHashes থেকে নির্দিষ্ট সংস্করণের নম্বরের সাথে টারমিনালে দেখানো আপনার আইএসও এর হ্যাস নম্বরের সাথে মিলিয়ে নিন।


উইন্ডোজ থেকে পরীক্ষা


Cygwin (http://cygwin.com/) সফটওয়্যারটি ব্যবহার ইনস্টল এবং পদ্ধতি বেশ সহজ। এটি বিনামূল্যে ডাউনলোড করা যায় এবং এই সফটওয়্যারটি ব্যবহার পদ্ধতি লিনাক্সে md5sum পরীক্ষা করার মতই।

তবে কমান্ড ব্যবহার ছাড়াও উইন্ডোজের একটি গ্রাফিকাল টুল রয়েছে।


১. প্রথমে http://www.nullriver.com/index/products/winmd5sum ওয়েব সাইট থেকে winMD5Sum নামের সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে

২. এবার ডাউনলোড করা ISO ফাইলে মাউসের ডান বাটন ক্লিক করতে হবে

৩. মেনু থেকে Send To >> winMD5Sum অপশনটি ব্যবহার করতে হবে

৪. এরপর কিছুক্ষন অপেক্ষা করতে হবে। এই সময়টাতে winMD5Sum আপনার আইএসও এর জন্য একটি চেকসাম তৈরী করবে(কতক্ষন সময় অপেক্ষা করতে হবে এটি নির্ভর করবে ব্যবহারকারীর কম্পিউটারের গতির উপর)

৫. https://help.ubuntu.com/community/UbuntuHashes ওয়েবসাইট থেকে ডাউনলোড করা উবুন্টু আইএসও এর md5 Hash নম্বরটি দেখে নিন এবং কপি করে সফটওয়্যারটির নির্ধারিত স্থান লিখুন

৬. Compare বাটনে ক্লিক করলে ফলাফল নতুন একটি উইন্ডোতে দেখানো হবে।

7 thoughts on “ডাউনলোডের পর উবুন্টু ISO পরীক্ষা করা

  1. পিংব্যাকঃ উবুন্টু লাইভ(বুটেবল) ইউএসবি তৈরী করা « আমি বাংলাদেশী

  2. পিংব্যাকঃ উইন্ডোজ এবং লিনাক্স থেকে উবুন্টু আইএসও ইমেজ (.iso) সিডিতে বার্ণ করা « ক্যারা-মতি

  3. পিংব্যাকঃ ডাউনলোডের পর উবুন্টু ISO পরীক্ষা করা « ক্যারা-মতি

  4. পিংব্যাকঃ উইন্ডোজ এবং লিনাক্স থেকে উবুন্টু আইএসও ইমেজ (.iso) সিডিতে বার্ণ করা « আমি বাংলাদেশী

এখানে আপনার মন্তব্য রেখে যান