লিনাক্সে গেম খেলা (পর্ব-১)

অনেকেই মনে করেন লিনাক্সে গেম খেলা সম্ভব নয় । যদি কোনটি খেলা যায় তবে সেটি বহু কমান্ড ব্যবহার করে অত্যাধিক ঝামেলার মাধ্যমে করা যেতে পারে । DJL(en.djl-linux.org ) সফটওয়্যারটি দেখতে তাদের ভুল ভেঙে যাবে ।

DJL একটি ওপেন সোর্স (GPL লাইসেন্সে প্রকাশিত) গেম ম্যানেজার। পাইথন ২.৫ ব্যবহার করে লিনাক্স অপারেটিং সিস্টেমের উপযোগী করে তৈরী করা হয়েছে। এই সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজে গেম ইনস্টল, আনইনস্টল ও ব্যবস্থাপনার কাজ করা যায়। DJL এর গেম রিপোজিটরী এর ১০০ এরও অধিক গেম এই সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করা যাবে। খোজার সুবিধার জন্য গেমগুলি ক্যাটেগরী অনুযায়ী ভাগ করা যায়। এখনে পছন্দের গেমটি নির্বাচন করে ইনস্টল বাটনটি চাপলেই গেমটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। গেমটি ইনস্টল করতে কি কি কমান্ড লাগছে বা কোন কোন ডিপেন্ডেন্সি ডাউনলোড করা প্রয়োজন এর কিছুই জানতে হয় না বিস্তারিত পড়ুন