FacePAD – Facebook Photo Downloader

বন্ধুদের সাথে ছবি শেয়ার করার জন্য বর্তমানে ফেইসবুক অত্যান্ত জনপ্রিয় মাধ্যম। অনেক সময়ই বন্ধুদের এই ছবিগুলি নিজের কম্পিউটারে রেখে দিতে ইচ্ছা হতে পারে। তবে সমস্যা হল একসাথে অ্যালবামের সবগুলি বা একাধিক ছবি নামানোর কোন অপশন নেই সেখানে। ফলে প্রতিটি ছবি একটি একটি করে ওপেন করে কম্পিউটারে সেভ করতে হয়।

এই ঝামেলা থেকে মুক্ত থেকে সহজেই ফেইসবুকের যেকোন অ্যালবামের ছবি গুলি একসাথে নামাতে পারবেন FacePAD নামের ফায়ারফক্সের এই অ্যাডঅনটি ব্যবহার করতে পারেন। https://addons.mozilla.org/en-US/firefox/addon/8442 ঠিকানা থেকে নামিয়ে নিয়ে বিস্তারিত পড়ুন