সম্প্রতি নেদারল্যান্ডের জাতীয় আর্কাইভ তাদের কাছে সংরক্ষিত এক হাজারেরও বেশি ছবি উইকিপিডিয়ায় সর্বসাধারণের জন্য প্রকাশ করেছে। এই ছবিগুলো প্রধানত দেশটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ঘটনার। বিশেষভাবে এ ধরনের ছবি প্রকাশ করার কারণ হলো, সরকারি অনেক অনুষ্ঠানেই সর্বসাধারণের জন্য ছবি তোলা বা প্রকাশের সুযোগ দেওয়া হয় না। এই প্রকাশনার ফলে উইকিপিডিয়ায় নেদারল্যান্ডের রাজনীতি এবং এ-সম্পর্কিত বিভিন্ন নিবন্ধে এই ছবিগুলো ব্যবহার করা যাবে।
সাধারণত ঐতিহাসিক ঘটনা নিয়ে লেখা নিবন্ধসংক্রান্ত ছবি সহজেই সংগ্রহ করা যায়। কারণ অনেক ক্ষেত্রেই ছবিগুলো পাবলিক ডোমেইনে চলে আসে, যার ফলে ছবিগুলো উইকিপিডিয়ায় ব্যবহার করতে আইনগতভাবে কোনো সমস্যা থাকে না। তবে সাম্প্রতিক সময়ে তোলা ছবিগুলোর ক্ষেত্রে সেই সুবিধা পাওয়া যায় না। সাধারণত কোনো দেশের সরকারি প্রতিষ্ঠান সরাসরি উইকিপিডিয়ার সঙ্গে কাজ করে না। মধ্যবর্তী কোনো প্রতিষ্ঠান সরকার ও উইকিপিডিয়ার সঙ্গে সংযোগ স্থাপনের কাজ করে থাকে। সাধারণত বিশেষ প্রকল্পের মাধ্যমে এ ধরনের কাজ করা হয়ে থাকে। এ ক্ষেত্রে ‘ব্লেডেনে ভোর দ্য টোয়িকোমোস্ট’ বা ভবিষ্যতের জন্য ছবি নামের একটি উইকি প্রকল্পের মাধ্যমে উইকিমিডিয়া নেদারল্যান্ড এই প্রকাশনার কাজটি সম্পন্ন করেছে।
এখানে প্রকাশিত অধিকাংশ ছবি বিভিন্ন সময়ের ইতিহাসের সাক্ষী। ছবিগুলো দেখেই সেই সময়কার ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। উইকিমিডিয়া নেদারল্যান্ডের পক্ষ থেকে লোডেউইজেক জিওলাফ বলেন, ‘কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এ ধরনের একটি প্রকাশনা অতীতের রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম এর মাধ্যমে উপকৃত হবে। আমরা আশা করব, নেদারল্যান্ডের মতো বিভিন্ন দেশের সরকারের সঙ্গে উইকিপিডিয়ার সম্পৃক্ততা বাড়বে।’