install xampp in ubuntu linux

উবুন্টুতে xampp ইনস্টল করার জন্য প্রথমে http://sourceforge.net/projects/xampp/files ঠিকানা থেকে লিনাক্স অপারেটিং সিস্টেমে ইনস্টলের উপযোগী সর্বশেষ সংস্করণটি ডাউলোড করে নিতে হবে।

xampp ফাইলটা যেখানে ডাউনলোড করা হয়েছে সেখান থেকে ফাইলটা /opt ফোল্ডারে এক্সট্রাক্ট করতে হবে । যদি ফাইলটা ডেক্সটপে থাকে তবে টারমিনাল ব্যবহার করে নিচের পদ্ধতি অনুযায়ী ইনস্টল করা যাবে

cd Desktop

এর পরের ধাপগুলি সঠিকভাবে সম্পন্ন করতে ব্যবহারকারীরে সুপার ইউজার মোডে কাজ করতে হবে । এই মোড চালু করতে টারমিনালে লিখতে হবে

sudo -s

এবার এই কমান্ডটি ব্যবহার করলে /opt ফোল্ডারে এক্সট্রাক্ট হয়ে যাবে।

tar xvfz xampp-linux-1.7.1.tar.gz -C /opt

এবার xampp চালু করতে ব্যবহার করতে হবে এই কমান্ডটি

/opt/lampp/lampp start

এবার /htdocs ফোল্ডারের পারমিশন পরিবর্তন করতে হবে নিচের কমান্ডটি ব্যবহার করে

chown  YOUR_USER_NAME -R /opt/lampp/htdocs

xampp চালু এবং বন্ধ করতে GUI ব্যবহার করতে চাইলে টারমিনালে প্রথমে নিচের কমান্ডটি লিখতে হবে

sudo gedit ~/.local/share/applications/xampp-control-panel.desktop

একটি খালি ফাইল ওপেন হবে । যদি আগে থেকে কিছু লেখা থাকে তবে সবটুকু মুছে নিচের অংশটি পেস্ট করতে হবে

[Desktop Entry]
Comment=Start and Stop XAMPP
Name=XAMPP Control Panel
Exec=gksudo python /opt/lampp/share/xampp-control-panel/xampp-control-panel.py
Icon[en]=/usr/share/icons/Humanity/devices/24/network-wired.svg
Encoding=UTF-8
Terminal=false
Name[en_CA]=XAMPP Control Panel
Comment[en]=Start and Stop XAMPP
Type=Application
Icon=/usr/share/icons/Humanity/devices/24/network-wired.svg

xampp এর  একটি আইকন ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে http://sites.google.com/site/nasir8891/file_cabinet/xampp-logo.png। ডাউনলোড করে /usr/share/icons/Humanity/devices/24/ ফোল্ডারে পেস্ট করে Icon[en]=/usr/share/icons/Humanity/devices/24/network-wired.svg লাইনটি পরিবর্তন করে Icon[en]=/usr/share/icons/Humanity/devices/24/xampp-logo.png করে দেয়া যেতে পারে।  ফাইলটি সেভ করে বন্ধ করে দেয়ার পর Applications >> Others মেনু থেকে xampp Control Panel চালু করা যাবে।

আপডেট:

XAMPP  এর সাথে php myadmin এর যে সংস্করণটি দেয়া থাকে সেটি ব্যবহারের সময় কোন সমস্যা হলে php myadmin এর লিনাক্স সংস্করণটি আলাদাভাবে ডাউলোডন করে ইনস্টল করে নিতে পারেন এই ঠিকানা থেকে http://www.phpmyadmin.net/home_page/downloads.php। ডাউনলোড করা পর ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে। এরপর /opt/lampp/htdocks ফোল্ডারে পেস্ট করতে হবে। এবং এই কাজটি করার আগে php myadmin এর আগের সংস্করণটি মুছে ফেলতে হবে । এরপর থেকে http://localhost/phpmyadmin ঠিকানা ওপেন করা হলে নতুন ইনস্টল করা php myadmin চালু হবে।

8 thoughts on “install xampp in ubuntu linux

  1. ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই। কারণ আমার অনেক সমস্যা হচ্ছে… আমি কিছুতেই পারছি না এতে phpmy admin রান করাতে। আপনি যদি আপনার মোবাইল নাম্বার দিতেন তাইলে উপকৃত হতাম। আর যদি নাম্বার নেটে ছাড়তে না চান তাইলে আমার নাম্বার নেন 01671620320 আপনি এক্টা মেসেজ দিয়ে আমারে আপনার নাম্বার জানালে আমি ফোন দিব… আপনি কি দিতে পারবেন??

nasir khan এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল