real media ফাইলগুলোর এক্সটেনশন থাকে .rmvb. উবুন্টুতে সাধারন ভাবে .rmvb এক্সটেনশনের ফাইলগুলো চালানোর কোন ব্যবস্থা নাই। gstreamer কোডেক প্যাকেজ ও vlc এর মত মিডিয়া প্লেয়ার ব্যবহার করে যেখানে সব ধরনের মিডিয়া ফাইলই চালানো যায় সেখানে .rmvb ফরম্যাটের ফাইল গুলো চালানোর মত কোন ব্যবস্থা নাই । mplayer বা অন্যান্য মিডিয়া প্লেয়ার ব্যবহার করে এ ধরনের ফাইল চালানোর বহু টিউটেরিয়াল ও টিপস্ পাওয়া যায়।
কিন্তু সবচাইতে সহজ পদ্ধতি হল real এর ওয়েব সাইট থেকে লিনাক্সের জন্য real player ডাউনলোড করা । http://www.real.com/linux এই ঠিকানা থেকে রিয়েল প্লেয়ারের .deb প্যাকেজটি ডাউনলোড করতে হবে ।
ডাউনলোড করা শেষ হলে ডাবল ক্লিক করে সফটওয়্যার প্যাকেজটি ইনস্টল করুন । এবার কোন .rmvb ফাইল সিলেক্ট করে মাউসের ডান বাটনটি চেপে Open with “Real Player 11” সিলেক্ট করলে ফাইলগুলো চালানো যাবে ।
এ ধরনের ফাইলগুলোর ডিফল্ট প্লেয়ার হিসাবে Real Player 11 সেট করতে চাইলে, ফাইলটি সিলেক্ট করুন ও মাউসের ডান বাটনটি চেপে Properties ওপেন করুন এবং Open with ট্যাবটি থেকে Real Player 11 সিলেক্ট করুন।